কালের স্বাক্ষী বহনকারী আঠারো বাকী নদীর তীরে গড়ে উঠা রুপসা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শ্রীফলতলা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ শ্রীফলতলা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৫.৭৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইজিবাইক,ভ্যানগাড়ী।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – আলহাজ্ব মো: ইসহাক সরদার।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৮/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ৩০/১২/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ – ১২/০১/২০২৭ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
ভবানিপুর চন্দনশ্রী ডোমরা
হোসেনপুর শ্রীফলতলা মৈশাঘুনি
জোয়ার বাধাল নন্দনপুর
দ:নন্দনপুর প:নন্দনপুর মোছাব্বারপুর
গয়সারগাতী ভদ্রগাতী পেয়ারা
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস